বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাধবপুরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় মাছের ড্রামের মধ্যে করে ভারতীয় গাঁজা পাচারকালে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহূত একটি ট্রাক জব্দ করেন।

পুলিশ সূত্রে জানাযায়- গত শনিবার রাতে থানার এসআই সামসুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার সড়ক ও জনপথ ডাক বাংলোর সামনে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের নূর মিয়ার ছেলে মাদক পাচারকারী মামুন মিয়া (২০) সদর উপজেলার ক্ষির্তনপুর গ্রামের সুনীল দাসের ছেলে রাজেশ চন্দ্র দাস (২২) ও মাদক পাচারকাজে ব্যবহূত ট্রাক আটক করে মাছের খালী ড্রাম তল্লাশি করে ৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান-এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টিএইচ